আওয়ামী লীগ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে: দীপু মনি
আগামীতেও আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এসেছে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বিকশিত হয়েছে। আওয়ামী লীগ বাঙালিকে উন্নয়ন উপহার দিয়েছে। আগামীতেও গণতন্ত্র রক্ষা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে। এজন্য বারবার নৌকায় ভোট দিয়ে জয়ী করতে হবে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসিম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম/এমআরআর/জেআইএম