বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার যাত্রীর

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু নাইম (৪৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ফরিজপুরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাইম উপজেলার সোন্দ্রম এলাকার বাসিন্দা।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সিলেটমুখী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা কুমিল্লামুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী আবু নাইমসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটিকেও জব্দ করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/জেএস/জেআইএম