সিলেটে টিলা কাটার দায়ে পাঁচজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২২

 

সিলেটে অবৈধভাবে টিলা কাটার দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নগরের আখালিয়া হালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেয় পরিবেশ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। এ সময় জালালাবাদ থানার একটি দল অভিযানে সহযোগিতা করে।

Fine-(3).jpg

দণ্ডপ্রাপ্তরা হলেন বিলাল মিয়া, বলরাম দাস, রবিন্দ দাস, জ্যোতির্ময় দাস ও জয়ন্ত দাস। বিলাল মিয়াকে তিন মাস ও বাকি চারজনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

টিলা কাটাসহ পরিবেশ বিধ্বংসী সবধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।

ছামির মাহমুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।