শিকল দিয়ে বেঁধে ওয়ার্কশপ শ্রমিককে রাতভর নির্যাতন


প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকার একটি ওয়ার্কশপের ভেতর শ্রমিক বাপ্পী মৃধাকে (১৮) শিকল দিয়ে বেঁধে রেখে বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত ওয়ার্কশপ মালিক সেলিম সেরনিয়াবাতকে (৩৪) আটক করে পুলিশ। নির্যাতনের আলামত হিসেবে ঘটনাস্থল থেকে শিকল, তালা ও লোহার রড জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিক বাপ্পী মৃধা কমলাপুর এলাকার বাসিন্দাহারুন মৃধার ছেলে।

গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, টরকী বাসস্ট্যান্ড এলাকার সাদ্দাম ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করেন বাপ্পী। ১৫ দিন আগে তাকে ইয়াবা আনার জন্য ৩০০ টাকা দেয় স্থানীয় মাদক সেবি জুয়েল ওরফে মুরগী জুয়েল। বাপ্পী ইয়াবা না এনে নিজের প্রয়োজনে ওই টাকা খরচ করে গা-ঢাকা দেয়। এরপর বুধবার সন্ধ্যায় বাপ্পী টরকী বাসস্ট্যান্ডে ফিরে রাতে নিজের কর্মস্থলে ঘুমিয়ে পড়েন।

খবর পেয়ে জুয়েল ও পার্শ্ববর্তী আরেকটি ওয়ার্কশপ মালিক সেলিম সেরনিয়াবাত রাত ১টার দিকে সাদ্দাম ওয়ার্কশপে গিয়ে বাপ্পীকে খুঁজে পায়। পরে তারা বাপ্পীকে সেলিমের ওয়ার্কশপে তুলে নিয়ে হাত-পা শিকল দিয়ে বেঁধে খুঁটির সঙ্গে তালা দেয়। এরপর জুয়েল ও সেলিমসহ আরো ৩/৪ জন মিলে রাতভর বাপ্পীর ওপর বর্বরোচিত নির্যাতন চালায়। এতে বাপ্পী অসুস্থ হয়ে পড়লে হাতে শিকল পড়িয়ে ভোরে একটি চৌকির উপর একটি লেপ দিয়ে তাকে ঢেকে রাখা হয়।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনকারী সেলিম সেরনিয়াবাতকে আটক ও শিকল দিয়ে বাঁধা অবস্থায় শ্রমিক বাপ্পী মৃধাকে উদ্ধার করে পুলিশ।

ওসি আরো জানান, এ ব্যাপারে উদ্ধারকৃত বাপ্পী মৃধা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ ছয়জনকে আসামি করে বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আলামত হিসেবে শিকল, তালা, লেপ ও লোহার রড জব্দ করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।