বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২২

দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবলীগের নেতাকর্মীরা। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শেখ জামান রিপনের নেতৃত্বে বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিলটি শহরের উত্তর তেমুহনী মুজিব চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়ে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এ আয়োজন করা হয়।

যুবলীগ নেতা রিপনের নেতৃত্বে এতে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর আহসানুল করিম শিপন, যুবলীগ নেতা ঝন্টু দেবনাথ, ছগির আহমেদ, সোহাগ পাটওয়ারী, কবির হোসেন রিপন ও ছাত্রলীগ নেতা রুবেল হোসেনসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

jagonews24

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। জনগণ তাদের বিতাড়িত করেছে। দেশের মানুষের আস্থা আওয়ামী লীগে। আগামী সংসদ নির্বাচনেও জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

তারা আরও বলেন, বিএনপির নৈরাজ্য ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মাঠে রয়েছে।

কাজল কায়েস/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।