আর্জেন্টিনার সমর্থকদের ফ্রি গন্তব্যে পৌঁছে দিলেন আশরাফুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২
দিনব্যাপী বিনামূল্যে যাত্রী পরিবহন করেছেন আশরাফুল

কথা দিয়ে কথা রেখেছেন অটোরিকশাচালক আশরাফুল আলম। আর্জেন্টিনার জয়ে ফ্রিতে যাত্রী বহন করেছেন তিনি।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি যাত্রী সেবা দেন এ আর্জেন্টাইন সমর্থক।

আশরাফুল কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা এলাকার মৃত আজিজুল হকের ছেলে। তিনি বলেন, রোববার পাঁচ শর্তে ফ্রি যাত্রী সেবার প্রতিশ্রুতি দিয়েছি। প্রিয় দলের বিজয়ে আমার প্রতিশ্রুতি রেখেছি। আর্জেন্টিনা সমর্থকদের বিনামূল্যে বিভিন্ন গন্তব্যে পরিবহন করেছি। যাত্রীরা আনন্দ নিয়ে রিকশায় উঠেছেন। অনেকে ভাড়া দিতে চাইলেও নেইনি।

আর্জেন্টিনার সমর্থক রেজওয়ান মারুফ বলেন, আশরাফুল ভাইয়ের প্রিয় দলকে ভালোবেসে ফ্রি যাত্রী বহনের উদ্যোগে আমরা খুশি হয়েছি। আমার মত আরও অনেক আর্জেন্টিনা সমর্থক এ সেবা পেয়েছেন।

ফজলুল করিম ফরাজি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।