হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজ আমদানি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহের পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে দিনে ৮-১০ ট্রাক আমদানি হলেও এখন দিনে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে খুচরা বাজারে দামেও কিছুটা প্রভাব পড়েছে।

হিলি পানামা পোর্টের তথ্য বলছে, চলতি সপ্তাহের প্রথমদিন শনিবার ২১ ট্রাকে ৬২০ টন, রোববার ২০ ট্রাকে ৬১২ টন, সোমবার ১৯ ট্রাকে ৫৫৯ টন, মঙ্গলবার ১৯ ট্রাকে ৫৬০ টন পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হয়েছে।

হিলি বাজারে পেঁয়াজ আমদানিকারক মাহাবুর রহমান বলেন, কয়েক দিন আগে ভারতীয় পেঁয়াজ আমদানি কিছুটা কম ছিল। আমদানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। বাজারে দেশিয় পেঁয়াজের প্রভাব ছিল। এতে আমদানি কিছুটা কম হচ্ছিল।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ভালো মানের নাসিক পেঁয়াজ কেজিপ্রতি ২২ টাকা, অন্যান্য জাতের ভারতীয় পেঁয়াজ ২১ টাকায় বিক্রয় হচ্ছে। দেশিয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। দাম কমায় সাধারণ ক্রেতারা অনেক খুশি।

পেঁয়াজের আড়ৎদার শাকিল হোসেন জাগো নিউজকে বলেন, ভারতীয় পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। সেটি সাধারণ ক্রেতাদের হাতের নাগালে রয়েছে।

বাজারে পেঁয়াজ ক্রেতা জব্বার হোসেন বলেন, ভারতীয় পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। এতে করে অনেকটা স্বস্তিতে আছি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে ৮-১০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।