দিনাজপুরে জামায়াতের গণমিছিল, ২৫ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২
গণমিছিল বের করে জামায়াত

দিনাজপুরে জামায়াতের গণমিছিলকে কেন্দ্র করে ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল হাসান জাগো নিউজকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে তাদের ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে দুপুর ১২টায় বিএনপির কার্যালয় থেকে একটি গগণমিছিল বের করা হয়। মিছিলটি মর্ডান মোড় দিয়ে নিমতলা হয়ে চাড়–বাবুর মোড় অতিক্রম করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এমদাদুল হক মিলন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।