শেষ বিকালে কুয়াশাচ্ছন্ন ঈশ্বরদী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২

পাবনার ঈশ্বরদীতে জেকে বসেছে শীত। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কুয়াচ্ছন্ন ছিল পুরো ঈশ্বরদী।

বেলা ১১টার পর সূর্যের দেখা মিললেও উত্তাপ খুবই কম ছিল। তবে শেষ বিকালে কুয়াশাচ্ছন্ন হয়ে যায় ঈশ্বরদী। এ কারণে দিনভরই শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল ইসলাম রঞ্জন জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মৃদু শৈত্যপ্রবাহ ছিল। শুক্রবার শৈত্য প্রবাহ না থাকলেও কয়েকদিনের মধ্যেই শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

শেখ মহসীন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।