নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, ফেনীর এসআর ফুডকে জরিমানা
এসআর ফুডে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে ফেনীর বিসিক রোড এলাকার এসআর ফুড প্রোডাক্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযান ও জরিমানার তথ্য নিশ্চিত করে কাউছার মিয়া বলেন, ভেজাল খাদ্য রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম