বাংলাবান্ধা স্থলবন্দরে আবারও অ্যান্টিজেন টেস্ট শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে আবারও করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিকেল পর্যন্ত ৬৭ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলেও করোনার পজিটিভ কোনো ব্যক্তি পাওয়া যায়নি।

ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, ওমিক্রন বিএফ-৭ উপধরণের কারণে বেশ কয়েকটি দেশে এর সংক্রমণ ঘটেছে। প্রতিবেশী দেশে এ ধরণের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেশের অন্যান্য স্থলবন্দরের মতো বাংলাবান্ধা স্থলবন্দরেও সতর্কতা জারি করা হয়েছে। এ চেকপোস্ট দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট থাকার কারণে পাসপোর্টধারী যাত্রীদের পাশাপাশি পণ্যবাহী গাড়িরচালক ও সহকারী চালকদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। তবে সন্দেহজনক রোগী শনাক্ত হলে তাকে ১৪ দিনের কোয়ারাইন্টিনে রাখাসহ নমুনা সংগ্রহ করে ঢাকার আইসিডিডিআরে পাঠানো হবে।

jagonews24

স্থানীয় স্বাস্থ্য সহকারী শাহিনুর রহমান শাকিল বলেন, করোনার নতুন ধরণ টেস্টের প্রথমদিনে ৪৭ জন যাত্রীর টেস্ট করা হয়েছে। দ্বিতীয় দিনে বিকেল ৩টা পর্যন্ত ২০ জনের করোনা টেস্ট হয়েছে। এদের মধ্যে কাউকে করোনার পজিটিভ পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের বিমানবন্দর ও স্থলবন্দরগুলোর মত বাংলাবান্ধা স্থলবন্দরেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। স্থলবন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে। করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত করতে ভারত, নেপাল ও ভুটান থেকে আসা যাত্রীদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে।

সফিকুল আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।