প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের সংঘর্ষ, হাসপাতালে সভাপতি প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৫ জানুয়ারি ২০২৩

বরগুনায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে দুই দুই গ্রুপের সংঘর্ষে এক সভাপতি পদপ্রার্থী আহত হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) সকালে বেতাগী টাউন ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী নেতা তাইফুল ইসলাম।

ভুক্তভোগীর অভিযোগ, তাইফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন কর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যাওয়ার সময় পেছন থেকে বরগুনা জেলা ছাত্রলীগ নেতা রফিকের নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী অতর্কিত হামলা চালান। এসময় তারা তাইফুলকে জিআই পাইপ দিয়ে আঘাত করেন। এতে আহত হলে স্থানীয়রা তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ বিষয়ে তাইফুল ইসলাম বলেন, কয়েকজন নেতাকর্মীসহ আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে টাউন ব্রিজের ওপরে আসলে পেছন থেকে রফিক, সুমন, মিজান, মাইনুলসহ কয়েকজন লাঠি ও পাইপ দিয়ে আমাকে লক্ষ্য করে হামলা করে। এসময় আমার সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মীরাও আহত হয়।

তিনি আরও বলেন, আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার কথা থাকলেও এখনো কমিটি হয়নি। আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী। এই জন্যই ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী মো. রফিকুল ইসলাম বলেন, এ হামলা বা সংঘর্ষের ঘটনার আমি কিছুই জানি না। পদ প্রতিদন্দ্বিতায় অযথা আমাকে এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌসিকুর রহমান ইমরান বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো ভুক্তভোগী বা অভিযুক্ত কেউ অভিযোগ জানায়নি। কিন্তু দুঃখজনক, আজকের দিনে এমন একটি ঘটনার কথা শুনেছি। অভিযোগ পেলে সাংগঠনিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মো. আব্দুল আলীম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।