বাংলাবান্ধা দিয়ে সুতা আমদানির প্রস্তাব নেপালি রাষ্ট্রদূতের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রসারে দেশের চতুর্দেশীয় এই স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন।

পরে তিনি বাংলাবান্ধা স্থলবন্দর আয়োজিত স্থলবন্দরের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নেপাল ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রসারে আলোচনা হয়।

উভয় দেশের ব্যবসায়ীক সুবিধা আরো সহজতর করতে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সরাসরি নেপালের কাকড়ভিটায় ট্রান্সশিপমেন্ট চালু ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল থেকে পাথর আমদানির দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা।

আলোচনার এক পর্যায়ে নেপালি রাষ্ট্রদূত বাংলাদেশি ব্যবসায়ীদের নেপাল থেকে গার্মেন্ট সুতা আমদানির প্রস্তাব দেন। এই স্থলবন্দর দিয়ে নেপাল থেকে পণ্য আমদানি সাশ্রয়ী বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন দাস, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের জিএম হাবিবুর রহমান, ইমিগ্রেশন ওসি নজরুল ইসলামসহ স্থলবন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।