ট্রাক তল্লাশিতে মিললো ৪০ বস্তা ভারতীয় কম্বল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাকবোঝাই ভারতীয় ৪০ বস্তা কম্বলসহ ৫ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে বারহাট্টা উপজেলার দশধার এলাকায় একটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বারহাট্টা থানা পুলিশের একটি দল ওই উপজেলার দশধার এলাকায় একটি ট্রাককে থামায়। পরে ট্রাকটি তল্লাশি করে অবৈধ পথে আসা ৪০ বস্তা ভারতীয় কম্বল জব্দ করে পুলিশ।

এ সময় নেত্রকোনা সদর উপজেলা চকপাড়া এলাকার মো. কামাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া, ফজলু মিয়ার ছেলে জনি মিয়া, সবুজ মিয়ার ছেলে রুকন মিয়া, মৃত শাহ আলমের ছেলে সোলেমান মিয়া এবং আমিনুল ইসলামের ছেলে আকাশ মিয়াকে আটক করা হয়। আটকদের বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ লুৎফুল হক বলেন, অবৈধ পথে আসা ভারতীয় ৪০ বস্তা কম্বল জব্দ করা হয়েছে। এসময় একটি ট্রাকও জব্দ করে ৫ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ এম কামাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।