১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মী নিহত


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বন্দর নগরী চট্টগ্রামে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী নিহত হয়েছে। নিহত গৃহকর্মীর নাম সুলতানা (১০)। মঙ্গলবার সকালে নগরীর খুলশি আবাসিক এলাকার ২ নম্বর রোডের ১৭ নম্বর বাড়ীতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলশী আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ির ছাদ থেকে পড়ে যায় গৃহকর্মী সুলতানা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবন মুছা/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।