শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির আক্রমণে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ভারতঘেঁষা কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত শরিফ দাওধারা-কাটাবাড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নয়াবিল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বন্যহাতির দল সীমান্ত ঘেঁষা ফসলি জমি ও লোকালয়ে তাণ্ডব চালিয়ে আসছিল। তবে গত কয়েক মাস ধরে বন্যহাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি গ্রামে বিচরণ করে খাদ্যের সন্ধানে তাণ্ডব চালায়। একপর্যায়ে কাটাবাড়ি সীমান্তে অবস্থান নিলে বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্যহাতি দেখতে পাহাড়ের গহীনে যান শরিফুল।

অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে যান তিনি। এ সময় একটি হাতি শরিফুলকে শুঁড়ে প্যাঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, কাটাবাড়ি পাহাড়ের টিলায় অবস্থান নেওয়া হাতির দলটি দেখতে গেলে আক্রমণের শিকার হন শরিফুল। ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইমরান হাসান রাব্বী/এসজে/এএসএম