ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

ফেনীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক সম্পদ বাজেয়াপ্তের আদেশের প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়।

এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হলে ৩ জনকে আটক করে পুলিশ। অপরদিকে ছাত্রদল দাবি করছে তাদের ৭-৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে ফেনী প্রেস ক্লাব এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বের হতেই পুলিশের বাধার মুখে পড়ে। পরবর্তীতে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের ট্রাংক রোড ট্রাফিক মোড় পেরিয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের ঘিরে ফেলে। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়। সেখান থেকে কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ তাদেরকে মিছিল নিয়ে সড়কে উঠতে না করে। তারা পুলিশের নিষেধাজ্ঞা না শুনে মিছিল নিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ায় পুলিশ সেখান থেকে তিন জনকে আটক করে ও মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন জানান, তারেক রহমানের স্থাবর কোনো সম্পত্তি নেই। তাহলে আদালত কী করে সম্পত্তি ক্রোকের এই রায় প্রদান করেন। আমরা এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আর সেইসঙ্গে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ আর নেতাকর্মীদের আটকের নিন্দা জানাই।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, পুলিশ বিনা উসকানিতে মিছিলে পেছন থেকে হামলা করেছে। এমন হামলা ন্যাক্কারজনক।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।