বিচার দেওয়ায় ক্ষুব্ধ, প্রতিবেশীর দায়ের কোপে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৮ জানুয়ারি ২০২৩

মাগুরার শ্রীপুর উপজেলায় স্থানীয় মাতব্বরদের কাছে বিচার দেওয়ার জেরে দায়ের কোপে মাসুদ (৩৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ একই গ্রামের কাসেদ শেখের ছেলে।

এলাকাবাসী জানান, বিকেলে খালে মাছ ধরা নিয়ে মাসুদের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী মনিরুল ইসলামের ছেলে ইয়াসিনের বাগবিতণ্ডা হয়। এ সময় ইয়াসিন মাসুদের স্ত্রীকে অপমানও করেন।

মাসুদ সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে অপমানের বিষয়টি জানতে পেরে স্থানীয় মাতব্বরদের কাছে বিচার দেন। এ নিয়ে গ্রাম্য কয়েকজন মাতব্বর ইয়াসিনকে গালমন্দ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইয়াসিন সন্ধ্যা ৭টার দিকে ধারালো দা দিয়ে মাসুদকে কুপিয়ে জখম করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।