বরগুনায় কনকনে শীতে গরম কাপড়ের দামে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১২:২১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩
গরম কাপড়ের দোকানে ভিড় করছেন মানুষ

উত্তরের পরে শীত তীব্র হচ্ছে দক্ষিণের জেলা বরগুনায়। ঘন কুয়াশার সঙ্গে শীতল হাওয়া বইছে শহর থেকে গ্রামে। দিন দিন কমছে তাপমাত্রা। ফলে গরম কাপড়ের দোকানে বিক্রি বেড়েছে। তবে দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা।

ba-(4).jpg

পৌর শহরের বিভিন্ন মার্কেট ঘুরে জানা যায়, শীতের তীব্রতা থেকে উষ্ণতা পেতে গরম কাপড় কিনতে ভিড় করছেন ক্রেতারা। বিভিন্ন ফুটপাতেও মানুষের পদচারণা চোখে পড়ার মতো। তবে দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ফলে গরম কাপড় না কিনেই ফিরে যাচ্ছেন অনেকে।

ba-(4).jpg

অটোরিকশাচালক আব্দুল মান্নান বলেন, দোকানে এসে দেখি দাম সাধ্যের চেয়ে ১৫০-২০০ টাকা বেশি। তাই পাঁচ সদস্যের জন কিনতে এসে দুজনের জন্য নিয়েছি। এত দামে সবার জন্য কেনা সম্ভব না।

ba-(4).jpg

বরগুনা পৌর সুপার মার্কেটের বস্ত্র ব্যবসায়ী নাইম বলেন, গত বছরের তুলনায় এ বছর ৫০-৮০ টাকা বেশি দিয়ে শীতবস্ত্র কিনেছি বিক্রির জন্য। এ কারণে ১০০-১৫০ টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে। আমরা হতাশায় আছি। এ বছর শীত মৌসুমে বিক্রির জন্য যে টাকার শীতবস্ত্র দোকানে এনেছি সে পরিমাণ বিক্রি নাই। লোকসানের ভয়ে আছি।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।