পাবনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, চারজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আমিনপুর থানার ভবানীপুর গ্রামের শ্রী সুমন কর্মকার (২২), সজিব (২০), ইমন মণ্ডল (২৪) এবং খন্দকার জোসেফ (২৪)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

এছাড়া, মামলায় এক কিশোরকে (১৫) পাঁচ বছরের আটকাদেশ দিয়ে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে এবং তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের এসএসসি পরীক্ষার পর পাবনায় গ্রামের বাড়িতে বেড়াতে যায় ওই স্কুলছাত্রী। ওই সময় একই এলাকার এক কিশোর বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতে শুরু করে। প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় সে তার সহযোগীদের নিয়ে ওই বছরের বছরের ৭ জুন রাতে ওই ছাত্রীর ঘরে জোর করে প্রবেশ করে। এরপর আসামিরা কিশোরীর হাত-মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে আমিনপুর থানায় ধর্ষণ মামলা করেন। পরে ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার রায় ঘোষণা করেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার আবদুর রকিব রায়ের বিষয়টি নিশ্চিত করছেন।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।