খাল থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় বেল্লাল গাজী (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার পায়রাবন্দর ফোর লেন সংলগ্ন পশ্চিম রজপাড়া গ্রামের ডিমাপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বেল্লাল গাজী পার্শ্ববর্তী জেলা বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা গ্রামের সফেজ গাজীর ছেলে।

পুলিশের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা বেল্লালের মুখমণ্ডল ইট দিয়ে থেঁতলে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেন। সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।