নেত্রকোনায় দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দায় দু-দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে হেলাল মিয়া (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি তারানগর গ্রামের ফালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কলমাকান্দা সীমান্ত এলাকায় চোরাইপথে ভারত থেকে সুপারির বস্তা পরিবহনের সময় ভাগাভাগি করাকে কেন্দ্র করে কাঁঠালবাড়ি এলাকার শ্রমিকদের সঙ্গে বাঙালি শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে হেলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ২-৩ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।