সাগরপথে মালয়েশিয়া নিতে জড়ো করা ২৬ রোহিঙ্গা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

অবৈধপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে জড়ো করা ২৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে টেকনাফের মহেশখালী উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় পাঁচ দালালকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, এ ঘটনায় ২৫ জনকে আসামি করে মানবপাচার আইনে মামলা হয়েছে।

আটকরা হলেন- টেকনাফের মহেশখালী পাড়ার সাবেকুন্নাহার (২৩), একই এলাকার নুরুল ইসলাম (৬০), টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ার আবদুর রহিম (৩৫), একই এলাকার জাহেদ হোসেন (২৯) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জাহেদ হোসেন (২০)।

ওসি আব্দুল হালিম জানান, রোহিঙ্গাদের একটি দলকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচারের প্রস্তুতি নিচ্ছে পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পুলিশ। এসময় স্থানীয় শফিকের বসতঘর থেকে ১৭ জন পুরুষ, চার নারী, পাঁচশিশুসহ ২৬ জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারে জড়িত এক নারীসহ পাঁচ দালালকে আটক হয়। এ সময় নগদ কিছু টাকাসহ তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে ৭-৮ জনকে অজ্ঞাত সহযোগী দেখিয়ে মানবপাচার আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় উদ্ধার ভিকটিমদের আদালতে হস্তান্তর করা হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।