দূর্গাপুর পৌরসভার নতুন মেয়র আব্দুস সালাম

নেত্রকোনার দূর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম ৬ হাজার ৩০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু সরকার পিন্টু পেয়েছেন দুই হাজার ৭৩০ ভোট।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বিজয়ীর নাম ঘোষণা করেন।
আরও পড়ুন: পৌর নির্বাচন: তৃতীয় ধাপে নৌকার টিকিট পেলেন যারা
এর আগে সকল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সকালে ঘন কুয়াশার জন্য ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে ভোটারদের। নির্বাচনে তিন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত ১৮ অক্টোবর পৌর মেয়র আলা উদ্দিন আলালের মৃত্যুর পর মেয়র পদটি শূন্য হয়।
এইচ এম কামাল/আরএইচ/জেআইএম