ইজতেমার পাশে বাসি খাবার বিক্রি করায় জরিমানা
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ এবং মুসল্লিদের কাছ থেকে পণ্যের সঠিক মূল্য রাখা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন।
শুক্রবার (১৩ জানুয়ারি) প্রথম পর্বের ইজতেমার প্রথম দিন ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে ইজতেমা ময়দানের পাশে মুন্নু সিরামিক গেইট সংলগ্ন আল্লাহর দান হোটেলে পচা-বাসি খিচুড়ি বিক্রির অভিযোগে এর মালিককে পাঁচ হাজার টাকা, কামারপাড়া এলাকায় অতিরিক্ত দামে কম্বল বিক্রির অভিযোগে একজনকে চার হাজার টাকা এবং অস্বস্থ্যকর পরিবেশে খেঁজুর বিক্রির অভিযোগে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
মুসল্লিদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসন মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
আমিনুল ইসলাম/এফএ/এএসএম