নেত্রকোনায় দেউলি উৎসব শুরু

নেত্রকোনায় শুরু হয়েছে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব। শুক্রবার (১৩ জানুয়ারি) ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী শুরু হয় এ উৎসব।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বিকেলে উৎসবের উদ্বোধন করেন টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
হাজং সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত দুই দিনব্যাপী দেউলি উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারাসহ ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর লোকজন।
এইচ এম কামাল/এফএ/এএসএম