১৬ অবৈধ ইটভাটাকে ৪১ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

শেরপুরের ১৬টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬টি অবৈধ ইটভাটায় ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ। অভিযানকালে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শেরপুর জেলায় চালু থাকা ৬২টি ইটভাটার মধ্যে ৫৯টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করে জেলা পরিবেশ অধিদপ্তর।

এরই অংশ হিসেবে বুধবার দিনব্যাপী অভিযানে আরএইচ ব্রিকস-১কে তিন লাখ, আরএইচ ব্রিকস-২কে পাঁচ লাখ, একেবি ব্রিকসকে তিন লাখ, জিহান ব্রিকসকে তিন লাখ, সাউদা ব্রিকসকে পাঁচ লাখ, সততা ব্রিকস-১কে তিন লাখ, সততা ব্রিকস-২কে দুই লাখ, মদিনা ব্রিকসকে দুই লাখ, লিটন ব্রিকসকে দুই লাখ, আরএসবি ব্রিকসকে এক লাখসহ মুন ব্রিকস, এএইচ-২৩ ব্রিকস, আশিকা ব্রিকস, এইচএবি ব্রিকস, ইউএনবি ব্রিকস ও এএমবিকে দুই লাখ টাকা করে মোট ৪১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করেন ইটভাটা মালিকরা।

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ জানান, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই সব ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ অভিযান অব্যাহত থাকবে।

ইমরান হাসান রাব্বী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।