নেত্রকোনায় শিশু হত্যার রহস্য উদঘাটন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে হত্যার অভিযোগে বাবুল মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশের কাছে এর দায় স্বীকার করেছেন।
পুলিশ জানায়, ১৬ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে পূর্বধলার ছোছাউড়া গ্রামের শিশু শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহকে (৬) হত্যা করা হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করে পুলিশ।
মূলত পারিবারিক বিষয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানায় পুলিশ।
এক প্রেস কনফারেন্সে নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শিশু হত্যার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উন্মোচন করা হয়েছে।
এইচ এম কামাল/জেডএইচ/