শেরপুরে নাশকতার প্রস্তুতিকালে জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

শেরপুরে জামায়াত ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- সদর উপজেলার দিঘারপাড় এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৬০), মধ্যকুমড়ীর মৃত ইদ্রিস আলীর ছেলে হাসেম আলী (৪১) ও বালিয়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মাহমুদুল হাসান মিলন (২৪)। তাদের মধ্যে আনোয়ার হোসেন ও হাসেম জামায়াতের জেলা কমিটির সদস্য। মিলন জেলা ছাত্র শিবিরের সদস্য।

আরও পড়ুন: সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী আটক 

পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার দিঘারপাড় এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তারা। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, রিমান্ডের আবেদনসহ গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।