সাবেক মেম্বারের বাড়িতে কাফনের কাপড় রেখে হুমকি
নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্দুল হাকিমের ঘরের দরজার সামনে কাফনের কাপড় রেখে গেছে দুর্বৃত্তরা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সে কাপড় থানায় নিয়ে যান হাকিম।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোরে উপজেলার সমাজ-সহিলদে ইউনিয়নের নিহারা গ্রামের সাবেক মেম্বার আব্দুল হাকিমের ঘরের দরজায় এ কাপড় পাওয়া যায়।
আরও পড়ুন: মৃতব্যক্তিকে কাফনের কাপড় পরাবেন কীভাবে
এ বিষয়ে আব্দুল হাকিম জানান, ফজরের নামাজ পড়ার জন্য ঘরের দরজা খুলে আমার স্ত্রী। এসময় তিনি বারান্দার একটি চেয়ারে পলিথিন মোড়ানো কাফনের কাপড় দেখতে পান। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিজেও এখন ভয়ে ঘর থেকে বের হতে পারছি না।
তিনি আরও জানান, কিছুদিন আগে এলাকার একটি ছেলে খুন হয়েছে। খুনিকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। সেই খুনের ঘটনা তদন্তে ভুক্তভোগী পরিবারকে সহযোগিতা করেছিলাম। মনে হচ্ছে ওই খুনির সহযোগীদের কেউ এমনটা করে থাকতে পারে।
আরও পড়ুন: মৃত ব্যক্তির কাফনে করণীয়
জয়পুর গ্রামের জাকির হোসেন পাবেল জানান, গত ডিসেম্বরে আমার শ্যালক শরীফ খুন হয়। এ ঘটনায় গ্রামের মাজহারুল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। চলতি মাসে খুনের রহস্য উদঘাটন করে পুলিশ। এতে মাজহারুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। খুনের ঘটনা তদন্তে আব্দুল হাকিম আমাদের পাশে থেকে সহায়তা করেছেন। তাই তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওই পক্ষের কেউ এমন কাজ করে থাকতে পারে। আশা করছি পুলিশ তদন্ত করলে এর রহস্য উদঘাটন করতে পারবে।
ঘটনার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম বলেন, কাফনের কাপড় পাওয়ার পর এলাকার মানুষ কিছুটা ভয়ে রয়েছেন। তবে তাদের আশ্বস্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্ট-মোহনগঞ্জ) সাইদুর রহমান বলেন, এতে ভয়ের কিছু নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ভুক্তভোগীরা থানায় এ ঘটনায় একটা সাধারণ ডায়েরি (জিডি) করুক।
এইচ এম কামাল/আরএইচ/জিকেএস