রাজশাহীতে মাইক্রোবাসকে ঠেলে নিয়ে গেল ট্রেন


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আসছিল। ওই সময় অসাবধানতাবশত চালক মাইক্রো নিয়ে লাইনের উপরে উঠে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি মাইক্রোবাসটিকে ঠেলতে ঠেলতে ২০০ মিটারের বেশি দূরে নিয়ে যায়। অবশেষে চালক ট্রেন থামালে স্থানীয় লোকজন মাইক্রোর মধ্যে আটকে থাকা চালক আল আমিনকে উদ্ধার করে। কথাগুলো বলছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী আজিজুল নামে এক রিকশা চালক।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর বিলশিমলা বন্ধগেইট রেলক্রসিংয়ে। এ সময় আল আমিন (১৭) নামে মাইক্রোবাসের চালক আহত হয়েছেন। তার বাড়ি নগরীর দাশপুকুর এলাকায়। আহত আলামিনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসলাম জানান, ঘটনার পরে ট্রেনটি দাঁড়িয়ে না গেলে আরও বড় ক্ষতি হতে পারতো। মাইক্রো চালক অসাবধানতাবশত রেল লাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রেনটি নিজ গন্তব্যে ছেড়ে যায়।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।