নিজের গলায় ছুরি চালিয়ে প্রাণ দিলেন প্রবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩
প্রবাসীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন সাইদুল ইসলাম লেদু (৫৫) নামের এক প্রবাসী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের মহল্লার আইগবাড়ী পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী সাইদুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম দীর্ঘ ৩০ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। করোনাকালে দেশে ফিরে আসেন। তিনি অবিবাহিত ছিলেন।

সাইদুলের ভাতিজি সাথি পারভিন বলেন, ‘কাকা নিজ ঘরে ‘বিসমিল্লাহ আল্লাহু আকবার’ বলে চিৎকার শুরু করেন। পরিবারের সবাই দৌড়ে গিয়ে দেখি ছুরি দিয়ে তিনি নিজের গলা কাটছেন। গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জাগো নিউজকে বলেন, গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার খবর পাওয়ার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে। বুধবার মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এম এ মালেক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।