সোনারগাঁয়ে শেষ হলো লোক-কারুশিল্প মেলা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মেলার শেষ দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

এসএম রেজাউল করিমের সভাপতিত্বে লোকজ মঞ্চের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

সোনারগাঁয়ে শেষ হলো লোক-কারুশিল্প মেলা

আরও পড়ুন: শুরু হচ্ছে মাসব্যাপী কারুশিল্প মেলা

মেলায় কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারি পণ্য সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা ছিল। মাসব্যাপী উৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলে মেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণখেলা, পুতুল নাচ, কর্মরত কারুশিল্পীর কারুপণ্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান হয়।

সোনারগাঁয়ে শেষ হলো লোক-কারুশিল্প মেলা

এর আগে ১৮ জানুয়ারি থেকে শুরু হয় মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলা। উৎসবে প্রতিদিন হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।