কুকুর-বিড়াল কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে: দুদু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
পদযাত্রায় অংশ নেন শামসুজ্জামান দুদুসহ বিএনপির নেতাকর্মীরা

দেশে এখন ভোটের পরিবেশ নেই। কুকুর-বিড়াল এখন কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এজন্য বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি পালন করছে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

শনিবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা জানান।

দুদু বলেন, এ বছর স্বৈরাচারী, কর্তৃত্ববাদী শাসনের পতনের বছর হবে। আমরা নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন করতে চাই। আমরা গণতান্ত্রিক ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন দেখতে চাই। কিন্তু ভোট দেওয়ার পরিবেশ থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ কাজের অভাবে না খেয়ে দিন কাটাবে তা হতে পারে না। এ কারণে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। ১০ দফা দাবিতে ২৫ ফেব্রুয়ারি সব জেলায় পদযাত্রা হবে।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাট।

এন কে বি নয়ন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।