বাস থেকে ব্যবসায়ীর পৌনে ২ কোটি টাকার সোনা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ

ফরিদপুরের মধুখালী উপজেলায় সেতুর টোলপ্লাজায় বাস থেকে রাসেল মিয়া (৩৩) নামে এক ব্যবসায়ীর ২০ সোনার বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

এ ঘটনায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় থানায় একটি মামলা করেছেন তিনি। ব্যবসায়ী রাসেল কুমিল্লার লাকসাম উপজেলার চান্দিনা হাসিমপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।

বাস থেকে ব্যবসায়ীর পৌনে ২ কোটি টাকার সোনা ছিনতাই

মামলা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রাসেল মিয়া শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ২০টি সোনার বার নিয়ে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যেতে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসে ওঠেন। সকাল সোয়া ১০টার দিকে তিনি ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাস পরিবর্তন করে চুয়াডাঙ্গায় যাওয়া জন্য খান পরিবহনের একটি বাসে ওঠেন। সাড়ে ১০টার দিকে খান পরিবহনের বাসটি মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কামারখালী গড়াই সেতুর টোল প্লাজায় পৌঁছায়।

টোল পরিশোধের জন্য বাসটি থামলে আট-নয়জন যুবক বাসের ভেতরে উঠে ব্যবসায়ী রাসেল মিয়াকে ধরে টানতে টানতে নিচে নামান। তাকে কিলঘুসি এবং ভয়ভীতি দেখাতে দেখাতে সড়কের পাশে একটি করাতকলের মালিক জুয়েল খানের বাড়ির ভেতরে নিয়ে যান। একপর্যায়ে তার কাছে থাকা ২০টি সোনার বার (ওজন ২ কেজি ৩৩২ গ্রাম) ছিনতাই করে নিয়ে যান তারা।

বাস থেকে ব্যবসায়ীর পৌনে ২ কোটি টাকার সোনা ছিনতাই

ভুক্তভোগী ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, ‘আমি ঢাকার তাঁতিবাজারে নিলখী বুলিয়ন স্টোর এবং ঢাকার উত্তরায় নিউ মা-মনি জুয়েলার্সের মালিক। সোনার বারগুলো নিয়ে গয়না বানানোর জন্য চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় যাচ্ছিলাম।’

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী সার্কেল) সুমন কর জাগো নিউজকে বলেন, এ ঘটনায় ব্যবসায়ী পলাশ মিয়া চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মধুখালী থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে মধুখালীর পশ্চিম আড়পাড়া গ্রামের বাসিন্দা ও গড়াই সেতুর টোল প্লাজায় কর্মরত রইচ মিয়াকে (৪১) গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। এ সময় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি আসামিদের বিষয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।