আওয়ামী লীগ নেতার কাণ্ড

মাহফিলের পোস্টারে নাম নিয়ে ক্ষুব্ধ, প্রধান শিক্ষককে মারধর

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহফিলের পোস্টার ও দাওয়াতের চিঠিতে নাম নিচে দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চন মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। তিনি হাটাবো টেকপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। আবুল কালাম আজাদ সাত্তার জুট মিল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক।

এ বিষয়ে আবুল কালাম আজাদ জানান, টেকপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের পোস্টার ও দাওয়াতের চিঠিতে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) অতিথিদের নাম রয়েছে। সেখানে অতিথি হিসেবে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নামও রয়েছে।

আরও পড়ুন: প্রধান শিক্ষককে মারধর : যুবলীগ নেতা বহিষ্কার 

তিনি আরও জানান, দুপুরে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে চিঠি দিয়ে দাওয়াত দিতে যাই। চিঠি হাতে নিয়ে নিজের নামে দেখে গোলাম রসুল কলি রেগে যান। নাম এতো নিচে কেন জানতে চান। তার সহযোগীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ের তারা আমার ওপর হামলা চালায়। পরে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত গোলাম রসুল কলি মোবাইলে জানান, তার সমর্থক মতিনের সঙ্গে আজাদের বাগবিতণ্ডা হয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তিনি ঘটনার মীমাংসা করে দেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।