রিকশা হারিয়ে দিশেহারা হায়দারের পাশে ফরিদপুরের ডিসি
হায়দার আলী ফকির। রিকশার চাকায় ঘোরে তার পাঁচ সদস্যের সংসার। পড়াশোনা করাচ্ছেন তিন ছেলেকেও। কিন্তু এক মাসে আগে রিকশা খোয়ান তিনি। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যমটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।
বিষয়টি জানার পর হায়দারের পাশে দাঁড়ান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। একটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়ে হায়দারের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে হায়দারের হাতে উপহারের অটোরিকশাটি তুলে দেন জেলা প্রশাসক। এতে খুশিতে আত্মহারা হায়দারও।

জাগো নিউজকে তিনি বলেন, ভাবতে পারিনি আমার মতো হতদরিদ্র মানুষের পাশে কেউ সাহায্যের হাত বাড়াবে। কিছু অর্থের সহায়তার জন্য অনেকের কাছে ধরনা ধরেছি। কিন্তু কেউ সাহায্য করেননি। একমাত্র ডিসি আমার প্রতি মানবতার হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জাগো নিউজকে বলেন, একটি রিকশার অভাবে ওই পরিবারের সংসার খরচের পাশাপাশি ছেলেদের পড়াশোনার সমস্যা হচ্ছিল। এ কারণেই আমরা তার পাশে মানবিক হাত বাড়িয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা একটু আন্তরিক হলে এ জাতীয় সমস্যা থাকে না। যাদের সামর্থ্য আছে তারা যেন অসহায়দের পাশে দাঁড়ান। তাহলে আমরা সমাজটাকে এগিয়ে নিতে পারবো।
এন কে বি নয়ন/এসজে/জিকেএস