ফরিদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুরে সোনালী পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী আহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে তেঁতুলতলা এলাকায় মাগুরাগামী সোনালী পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। সময় অটোরিকশায় থাকা সাত যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: মাইক্রোবাসে বাসের ধাক্কা, নিহত ৬

আহতরা হলেন- মো. রবিউল মোল্লা (৪০), মুনসুর মোল্লা (৭০), মো. জাকির মোল্লা (৩৬), লুৎফর রহমান (৮), পারভিন আক্তার (২৬), রিতু (১৭) ও ববিতা (৩০)। তাদের সবার বাড়ি মাগুরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এ ব্যাপারে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।