নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ডাকাত সদস্য আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের গুলিতে মোহাম্মদ শামীম (২০) নামে এক ডাকাত সদস্য আহত হয়েছেন। তাকে আটক দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক শামীম উপজেলার ছোট ফাউসা এলাকার ইয়াকুব আলীর ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, ভোরে একদল ডাকাত আড়াইহাজারের বিশনন্দী গামী কয়েকটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হলে ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে পুলিশকে আঘাতের চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ তাদের গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে আহত অবস্থায় একজনকে আটক করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, আহত ডাকাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন জাগো নিউজকে বলেন, ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওপর গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।