রূপগঞ্জে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার ভুলতায় নান্নু স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে আড়াইহাজারের এসপি কেমিক্যাল মিলে আগুনের খবর আসে দুপুর ১টা ৩৫ মিনিটে। সেখানে অগ্নিনির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

টিটি/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।