ব্রিজের পিলারে ধাক্কায় নৌকাডুবি, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০১ মার্চ ২০২৩
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কায় নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শিতারামপুর এলাকার তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে তৎক্ষণাৎ নিহতদের পরিচয় জানা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নবীনগর থেকে যাত্রীবাহী নৌকাটি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, নৌকাডুবির পর মাঝিসহ সবাই পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।