ফতুল্লায় অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২ নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০১ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেররিজম ইউনিট। বুধবার (১ মার্চ) বিকেলে জেলা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার রসুলপুর এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে ৫শ’ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

গ্রেফতাররা হলেন, ফতুল্লার রসুলপুর এলাকার আলমের স্ত্রী খোদেজা বেগম ওরফে খুদি ও নিশ্চিতপুর এলাকার নূর হোসেনের স্ত্রী শাহিদা ওরফে চায়না কেগম।

কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আমাদের কাছে খবর ছিল ফতুল্লা এলাকায় একটি মাদকের চালান আসছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মোবাশ্বির শ্রাবণ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।