পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ, ২ প্রতারক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৫ মার্চ ২০২৩

ফরিদপুরে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রামের মো. বাচ্চু কাজী (৩০) ও মো. আলমগীর হোসেন (৪৬)। এসময় তাদের কাছে থেকে চাকরি দেওয়ার কথা বলে নেওয়া দুই লাখ টাকা জব্দ করা হয়।

বুধবার (১৫ মার্চ) দুপুর দুইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম দুই প্রতারককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ফরিদপুর ডিসি অফিসে সামনের স্টেশন রোড থেকে বাচ্চু কাজীকে আটক করা হয়। পরে তার তথ্য অনুযায়ী বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার শ্যামপুরের ফরিদাবাদ এলাকা থেকে আলমগীর হোসেনকে আটক করা হয়।

এ বিষয়ে পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভাঙ্গা উপজেলার বালিয়াচড়া এলাকার এক যুবককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ওই দুই প্রতারক বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। আটকের পর জিজ্ঞেসাবাদে তারা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।