পুলিশের সম্মানহানি করেছেন মাহিয়া মাহি: পুলিশ কমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৮ মার্চ ২০২৩

সুনির্দিষ্ট অভিযোগ ও মামলায় চিত্রনায়িকা নায়িকা মাহিয়া মাহি গ্রেফতার করা হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলনে এ কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেছেন। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই পুলিশের বিরুদ্ধে অপপ্রচার করে সম্মানহানি করেছেন। দুই পক্ষের জমি নিয়ে যেখানে বিবাদ সেখানে পুলিশকে তৃতীয় পক্ষ হিসেবে জড়িয়ে আপত্তিকর বক্তব্য ফেসবুকে প্রচার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চিত্রনায়িকা মাহি কারাগারে

এর আগে দুপুর ১২টার দিকে মাহিয়া মাহিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মারধর, ভাঙচুর, চাঁদাবাজিসহ ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। অন্য মামলাটি করেন স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি।

আরও পড়ুন: চিত্রনায়িকা মাহি গ্রেফতার

চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরবে ওমরা হজ পালন করতে যান। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন। ফেসবুক লাইভে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ তোলেন।

আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।