মাহির মুক্তির অপেক্ষায় কারা ফটকে ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৮ মার্চ ২০২৩

চিত্রনায়িকা মাহিয়া মাহি গাজীপুর আদালত থেকে জামিন লাভ করেছেন। শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

মাহির জামিনের পর তার জামিন সংক্রান্ত কাগজপত্র সন্ধ্যায় গাজীপুর জেলা কারাগারে এসে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ রাতেই মুক্তি পেতে পারেন নায়িকা মাহি।

মাহির মুক্তির অপেক্ষায় কারা ফটকে ভিড়

এদিকে মাহিয়া মাহি কারামুক্ত হচ্ছেন এমন খবরে গাজীপুর জেলা কারাগারের সামনে এসে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। সেইসঙ্গে মাহিয়া মাহির ভক্ত ও সমর্থক বেশ কিছু মানুষ কারা ফটকের সামনে এসে ভিড় করেছেন। এছাড়া রকিব সরকারের বেশ কিছু সমর্থকও এসেছেন কারা ফটকে। অনেকে ফুলের মালা নিয়ে মাহিয়া মাহিকে বরণের জন্য কারাফটকে এসেছেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।