গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ২ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:২১ পিএম, ১৯ মার্চ ২০২৩

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে পৃথক ঘটনায় মানসিক প্রতিবন্ধীসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দিনগত রাতে দুর্ঘটনা দুটি ঘটে।

মৃত একজনের পরিচয় মিলেছে। তার নাম নাজমুল হাসান (২৪)। গাজীপুর মহানগরের গাছা থানার বাদে কলমেশ্বর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম হিরু জাগো নিউজকে বলেন, শনিবার গভীর রাতে ধীরাশ্রম রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মানসিক প্রতিবন্ধী নাজমুল হাসান। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়েন তারা জানা যায়নি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, একই রাতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পর্যবেক্ষণ চলছে। পর্যবেক্ষণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।