গাজীপুর সিটি কর্পোরেশন

তফসিল না আসতেই নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২০ মার্চ ২০২৩

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন এক প্রার্থী। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন আগামী সিটি নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

সোমবার (২০ মার্চ) দুপুরে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মেয়র প্রার্থী হিসেবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনী ইশতেহারে তিনি ১৯ দফা প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।

নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দেড় হাজার লোক অংশ নেন।

এ সময় স্থানীয় হাজী মোহাম্মদ ইউসুফ, কামাল হোসেন দেওয়ান, আব্দুল জলিল খন্দকার, হাজী মোহাম্মদ আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সানাউল্লাহ মিয়া, মো. আশরাফুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।