এবার জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২০ মার্চ ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ দুটি মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।

সোমবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে রকিব সরকারের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আহসানুল হক বলেন, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায়ই তার জামিন মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: জামিনে মুক্ত চিত্রনায়িকা মাহি

পুলিশ জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছাড়াও কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকারকে হুকুমের আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা করেন ইসমাইল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী।

শনিবার (১৮ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশ। পরে ওইদিনই তাকে জামিন দেন আদালত। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার সেদিন দেশে না এসে পরদিন (রোববার) সকালে দেশে ফেরেন।

আরও পড়ুন: দেশে ফিরলেন রকিব, বিমানবন্দরে স্বাগত জানালেন মাহি

রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার বলেন, রকিব সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুটি মামলায় জামিন দিয়েছেন আদালত।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।