ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২১ মার্চ ২০২৩
ফরিদপুর জেলা ও দায়রা আদালত

ফরিদপুরে মাদক মামলায় মো. নুরুজ্জামান মোল্লা (৩৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

রায় ঘোষণাকালে আসামি মো. নুরুজ্জামান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৫ সালের ২০ মার্চ রাতে ফরিদপুর শহরে টহল ডিউটি করছিল র্যাব-৮ এর একটি দল। রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শহরের ঝিলটুলী মহল্লা এলাকার পুরাতন পাসপোর্ট অফিসের মোড় থেকে মো. নুরুজ্জামান মোল্লাকে ১৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। পরে র্যাব-৮ ফরিদপুরের ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে নুরুজ্জামান মোল্লাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।

একই বছরের ২৫ এপ্রিল মো. নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা। পরে সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিচারক এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর সানোয়ার হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুরুজ্জামান মোল্লার ওপর আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ে আমরা খুশি।

এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।