স্কুল থেকে বাড়ি ফেরা হলো না ছোট্ট ফাতেমার

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় ৬ বছরের শিশু ফাতেমা খাতুনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ সড়কের জাতআমরুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে এবং আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ফাতেমা খাতুন স্কুল থেকে তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। মেয়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি টিনবোঝাই ব্যাটারিচালিত ভ্যান ফাতেমা খাতুনকে চাপা দেয়। এতে ফাতেমা গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেওয়ার পথে মারা যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ভ্যান রেখে পালিয়ে যান চালক। পরে স্থানীয়রা ভ্যানটি আটক করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আব্বাস আলী/এফএ/জিকেএস